Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় নয়, তাহলে কোন দেশের নাগরিক অক্ষয়?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০২:৫৪ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০২:৫৪ PM

bdmorning Image Preview


ভারতের লোকসভা নির্বাচনে মুম্বাইয়ে ভোট দেননি বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সংবাদমাধ্যমগুলো বলছে, অক্ষয় কুমার নির্বাচনে ভোট দেননি, এটা ঠিক না। আসলে তিনি ভোট দিতে পারবেন না। কারণ তিনি ভারতের নাগরিক নন, তিনি কানাডার নাগরিক।

কানাডার প্রশাসন তাঁকে সাম্মানিক নাগরিকত্ব প্রদান করেছে। তাঁর কাছে কানাডার পাসপোর্ট আছে। তিনি সেই পাসপোর্ট ছাড়তে চান না।

অক্ষয় কুমারের নাগরিকত্ব নিয়ে যখন সংবাদমাধ্যমগুলোতে সমালোচনা তুঙ্গে, তখন তা নিয়ে তিনি মুখ খুলেছেন। টুইটারে অক্ষয় লিখেছেন, ‘আমি কোন দেশের নাগরিক, তা নিয়ে হঠাৎ কিছু মানুষের এত উৎসাহ দেখে অবাক হচ্ছি। তাঁরা আমাকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করছেন। আমার কানাডার পাসপোর্ট রয়েছে, এ কথা কখনো লুকিয়েছি কিংবা অস্বীকার করেছি? গত সাত বছরে আমি একবারও কানাডা যাইনি। আমি ভারতে কাজ করছি। আমি এবং আমার পরিবার এখানেই আছি। ঠিক সময়ে আমি যাবতীয় ট্যাক্স পরিশোধ করছি।’

অক্ষয় কুমারের নাগরিকত্ব নিয়ে যাঁরা নেতিবাচক মন্তব্য করছেন, নানা কথা রটাচ্ছেন, তাঁদের ওপর তিনি খুবই বিরক্ত। এ ব্যাপারে তিনি লিখেছেন, ‘এত বছরে কাউকে আমার দেশপ্রেমের প্রমাণ দিতে হয়নি। এখন কেন আমার নাগরিকত্ব নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে? এটা আমার একান্ত ব্যক্তিগত, অরাজনৈতিক এবং আইনগত বিষয়। তা নিয়ে কারও মাথা ঘামানোর প্রয়োজন নেই।’

এদিকে অক্ষয় কুমারের একটি ভিডিও সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি অনেক দিন আগের। ভিডিওতে দেখা যায়, সেখানে কোনো একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘কানাডার টরন্টো আমার শহর। চলচ্চিত্র থেকে অবসর নেওয়ার পর আমি এখানেই থাকব।’

Bootstrap Image Preview