Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জুতো থেকে চড়: প্রকাশ্যে যতবার অপদস্থ হতে হয়েছে কেজরিওয়ালকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ১২:৫৫ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০১:৩৯ PM

bdmorning Image Preview


ভোটের প্রচারে রোড শো'য়ে বেরিয়ে চড় খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়া। শনিবার বিকালে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মাথা খোলা গাড়িতে চেপে এ দিন নয়া দিল্লি লোকসভা আসনের মোতি নগর এলাকায় রোড শো'য়ে বেরিয়েছিলেন কেজরিওয়াল। যখন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকা লাফিয়ে উঠে পড়ে তার গাড়িতে। তার গায়ে ছিল লাল রঙের জামা। গাড়িতে উঠেই তিনি ঝাঁপিয়ে পড়েন কেজরিওয়ালের উপর। তাকে সপাটে চড় মারেন।

ওই ঘটনার পর গাড়িতে থাকা 'আপ' কর্মীরা টেনেহিঁচড়ে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে। উন্মত্ত জনতার হাত থেকে পুলিশ উদ্ধার করে ওই ব্যক্তিকে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।

আপ-এর পক্ষ থেকে টুইটে বলা হয়েছে, ‘বিরোধীরাই এসব করিয়েছেন। এই কাপুরুষোচিত কাজ অত্যন্ত নিন্দনীয়।’

এর আগেও বহুবার প্রকাশ্যে অপদস্থ হতে হয়েছে কেজরিকে৷ কখনও উড়ে এসেছে জুতো৷ কখনও মুখে ছিটিয়ে দেওয়া হয়েছে কালি৷ আর চড় তো বহুবার গালে পড়েছে৷

অনেকেই বলে থাকেন, দেশের কোনও মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে এতবার লাঞ্ছনা সহ্য করতে হয়নি যতটা কেজরিকে করতে হয়েছে৷ ২০১৩ সাল থেকে শুরু হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার ‘সিলসিলা’৷ ২০১৯ এ এসেও থামার লক্ষ্মণ নেই৷ এই ছ’বছরে কেজরির উপর যতবার হামলা হয়েছে তার তালিকা তৈরি করলে যেরকম লাগবে…

২০১৯ সালের ফেব্রুয়ারিতে: দিল্লির নারেলা এলাকার ঘটনা৷ উন্মত্ত জনতা কেজরিওয়ালের গাড়ি ঘিরে ফেলে৷ লাঠি সোটা নিয়ে হামলা চালায়৷ প্রায় ১০০ মানুষ ওই দিন কেজরিওয়ালের গাড়ি আটকানোর চেষ্টা করেন৷ ওই দিন কেজরিওয়াল ২৫টি কলোনীর উন্নয়নমূলক কাজের উদ্বোধনে যাচ্ছিলেন৷

২০১৮ সালের নভেম্বর: দিল্লির সচিবালয়ে কেজরিওয়ালের ঘরের বাইরে তাঁর মুখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেন এক ব্যক্তি৷ পুলিশ জানায়, মুখ্যমন্ত্রীর চোখে লঙ্কার গুঁড়ো ছেটাতে চেয়েছিল অভিযুক্ত৷ পরে তাকে ধরা হয়৷ ধরা পড়ার পর চিৎকার করতে করতে জানায় জেল থেকে বেরিয়ে এলে কেজরিওয়ালকে গুলি করে মারবে সে৷

২০১৬ সালের এপ্রিল: আম আদমি দলের এক সদস্য কেজরিওয়ালকে জুতো ছুঁড়ে মারে৷ তবে সেটি লক্ষভ্রষ্ট হয়৷

২০১৬ সালের মার্চ: পঞ্জাবের একটি গ্রামের ঘটনা৷ দিল্লির মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ করে ইট ও পাথর বৃষ্টি শুরু হয়৷ বিক্ষোভকারী ইট ও পাথরে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বেঁচে যান অরবিন্দ কেজরিওয়াল৷

২০১৬ সালের জানুয়ারি: দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম আক্রমণ৷ রাজধানী দিল্লিতে সিএনজি দুর্নীতির অভিযোগে এক মহিলা কেজরির মুখে কালি ছেটান৷

২০১৪ সালের এপ্রিল: দিল্লির সুলতানপুরী এলাকায় রোড শো চলাকালীন কেজরিওয়ালকে মালা পরিয়ে তারপর তাঁকে দু’বার চড় মারেন এক অটো চালক৷

২০১৪ সালের বিধানসভা নির্বাচনের সময়: রোড শো চলাকালীন দক্ষিণপুরী এলাকায় কেজরির পিঠে ঘুসি মারেন এক ব্যক্তি৷

২০১৪ সালের মার্চ: বারাণসীতে লোকসভা ভোটপ্রচারের সময় কেজরির গাড়িতে ডিম ও কালি ছুঁড়ে মারা হয়৷

২০১৩ সালের নভেম্বর: দিল্লিতে আন্না হাজারের এক সমর্থক সাংবাদিক সম্মেলনে কেজরির মুখে কালি ছুঁড়ে মারে৷

Bootstrap Image Preview