Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছে ইসরাইলের ইহুদিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ১০:৫৫ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ১০:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রথমবারের মত সৌদি আরব সফরে যাচ্ছে ইসরাইলের একটি ইহুদি প্রতিনিধি দল। মুসলিম ওয়ার্ল্ড লিগের আমন্ত্রণে ২০২০ সালে ইসরাইলি প্রতিনিধি দলটি সৌদি সফর করার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানায়।

মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ বিন আবদুল কারিম ইসা জানান, এটি হবে ইসরাইলের কোনো প্রতিনিধিদলের প্রথম সৌদি সফর। মুসলিম ওয়ার্ল্ড লীগের পক্ষ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ইহুদি প্রতিনিধি দলের সৌদি সফরের কথা জানিয়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণালয়ও আরবি ভাষায় একটি টুইট করেছে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। গত বছর ভারতীয় এয়ার ইন্ডিয়াকে তেল আবিবে ফ্লাইট পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতিও দিয়েছে সৌদি আরব।

এছাড়া ফিলিস্তিন ও ইসরাইলে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ফর্মুলা ‘শতবর্ষী বা শতাব্দীর সেরা সমঝোতা’ মেনে নিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ১০ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

‘শতবর্ষী বা শতাব্দীর সেরা সমঝোতা’ নামক ওই চুক্তিতে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে আবু দিসকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি এবং গাজা থেকে ফিলিস্তিনীদের সরিয়ে সিনাইয়ে নেওয়ার কথা রয়েছে।

Bootstrap Image Preview