Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফণীর প্রভাবে রাজশাহীজুড়ে বৃষ্টি অব্যাহত

আমানুল্লাহ আমান, রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৩:২২ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৩:২২ PM

bdmorning Image Preview


ফণী’র প্রভাবে রাজশাহী জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কখনো রিমঝিম কখনো গুঁড়ি গুঁড়ি বর্ষণ হচ্ছে। দমকা হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টি মহানগরীসহ বিভিন্ন উপজেলায় অব্যাহত রয়েছে। এসব এলাকায় শনিবার দুপুর ২.৩০ পর্যন্ত বৃষ্টিপাত হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, টানা বর্ষণের কারণে রাজশাহী শহরের মহাসড়কগুলো সব ফাঁকা হয়ে পড়েছে। ফুটপাত ব্যবসায়ীরাসহ সকল বিপণীকেন্দ্রগুলো বন্ধ। সড়কে নামমাত্র যানবাহন চলাচল করছে। শিরোইল বাস টার্মিনালে সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী কোচগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে নিয়মিত রুটের ট্রেনগুলোও ছেড়ে গেছে।

দুইদিন তীব্র তাপদাহের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় শুক্রবার সকাল ১০টা ৫ মিনিট থেকে। এতে প্রায় দু’সপ্তাহেরও বেশি সময় ধরে গরম থেকে মুক্তি পায় রাজশাহীবাসী। তবে বৃষ্টির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে নতুন দুর্ভোগ। বিশেষভাবে শিক্ষার্থীরা সমস্যায় পড়ছেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (০৩ মে) সকাল ১০টা থেকে শনিবার (০৪ মে) সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৬৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে সতর্কাবস্থা জারি করা হয় দুর্যোগ ব্যবস্থাপনার জন্য দু’টি আলাদা কন্ট্রোল রুম খোলা হয়।

জনমনে উৎকণ্ঠা থাকলেও শেষ পর্যন্ত বড় আঘাত ছাড়াই ফণী রাজশাহী অতিক্রম করে চলে যায়। ফণী অতিক্রম করার সময় মৃদু ঝড়ো বাতাসে আমগাছগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।নতুন আমের মুকুল ঝরে পড়েছে। এতে কৃষকরা কিছুটা দুশ্চিন্তাগ্রস্থ হলেও বড় দুর্ঘটনা না ঘটায় স্বস্তির নিশ্বাস ফেলছে সর্বসাধারণ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (০৩ মে) সকাল ১০টা থেকে শনিবার (০৪ মে) সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৬৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান জানান, শুক্রবার সকাল ১০টা ৫ মিনিট থেকে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। মাঝে মাঝে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে রাজশাহী মহানগরী ও এর আশপাশের এলাকায় বর্ষণ চলছে। থেমে থেমে তা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৬৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Bootstrap Image Preview