Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবোলা ভাইরাসে আক্রান্তে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ১২:২৭ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview


ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে। শনিবার (৪ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

জানা যায়, ২০১৮ সালের আগস্টে দেশটির ইতিহাসে দ্বিতীয়বারের মত মহামারি আকারে দেখা দেয় ইবোলার প্রাদুর্ভাব। 

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহকারী পরিচালক ডা. মাইকেল রিয়ান বলেন, সহিংসতা ও চিকিৎসকদের প্রতি অনাস্থার কারণে দেশটির পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া এ রোগটি নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে যাচ্ছে।

স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষকে ইবোলা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। 

যদিও ইবোলার প্রাদুর্ভাব দেশটির দুইটি প্রদেশে রয়েছে, তবে সহিংসতার কারণে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

ডব্লিউএইচও জানায়, বিশ্বব্যাপী ইবোলার সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম হলেও, আশপাশের দেশগুলোতে এটি ছড়িয়ে পড়তে পারে।

২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছিল।

অন্যদিকে হাম রোগেরও প্রাদুর্ভাব দেখা দিয়েছে কঙ্গোতে। এতে আক্রান্ত হয়েছে দেশটির প্রায় ৫০ হাজার মানুষ। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত এক হাজার জনের।

ডব্লিউএইচও জানায়, দেশটির ২০ টি প্রদেশের মধ্যে ১৪ টিতেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

Bootstrap Image Preview