Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-কলকাতা রুটের সকল ফ্লাইট বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ১২:১০ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ১২:১০ PM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় ‘ফণি’র কারণে কলকাতা-ঢাকা রুটের সবধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। এরআগে ঢাকা-কলকাতা বিজি ০৯৫ ফ্লাইট (৪ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ডিলে করা হয়েছিলো। আজকের সব ফ্লাইট রিশিডিউল করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাজশাহী-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছিলো। বাতিল করা হয়েছিলো ঢাকা-যশোর ফ্লাইটও।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘ঘূর্নি ঝড় ফণীর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা-ঢাকা রুটের সবধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে ।

এর আগে ঢাকা-কোলকাতা রুটের বিজি ০৯৫ ফ্লাইট আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ডিলে করা হয়েছে ।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যশোর ও খুলনার উপকূলীয় এলাকা দিয়ে ফণীর অগ্রভাগ বাংলাদেশে আঘাত হানতে শুরু করেছে। ওইসব এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। এরই প্রভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এখনও এর গতিবেগ ১৪০-১৬০ কিলোমিটার। তবে মূল ঝড় বাংলাদেশে আসতে আসতে এর গতি আরও কমে যেতে পারে। সেক্ষেত্রে এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।’

Bootstrap Image Preview