Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এভারেস্টে ফণীর প্রভাবে উড়ে গেছে বেসক্যাম্পের তাঁবু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ১০:৩৮ AM
আপডেট: ০৪ মে ২০১৯, ১০:৩৮ AM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে আজ এভারেস্টে সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখেতে নির্দেশ দিয়েছে নেপাল সরকার। শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের অবস্থান ভারত ও বাংলাদেশ হলেও কয়েকশ কিলোমিটার দূরের নেপালেও প্রভাব ফেলেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পর্বতারোহীদের বেসক্যাম্প-২ এর অন্তত ২০টি তাঁবু।

কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী, দেশটির ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে থাকা হোটেল ও মাউন্টেইনারিং সেকশনের ডিরেক্টর মিরা আচার্য জানিয়েছেন, এভারেস্ট বেসক্যাম্প থেকে অন্তত ২০টি তাঁবু তীব্র বাতাস উড়িয়ে নিয়ে গেছে।

ভারত সাগরে উৎপন্ন এ ঘূর্ণিঝড় ভারতীয় উপকূলে প্রচণ্ড তাণ্ডব চালিয়ে পৌঁছে গেছে এভারেস্ট পর্যন্ত। ক্ষণিকের জন্য থমকে দিয়েছে অভিযাত্রীদের। অভিযাত্রীদের নিরাপত্তার স্বার্থে জরুরিভাবে সব ধরনের ট্রেকিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

মিরা আচার্য বলেন, আমরা খবর পেয়েছি তীব্র বাতাসে বেশকিছু তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সব অভিযাত্রী ও শেরপা নিরাপদে আছেন। আমরা সব এজেন্সিকে সতর্ক করে দিয়েছি আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ রাখতে।

অভিযাত্রীরা সাধারণত এপ্রিলের শেষ ও মের প্রথম দিকে এভারেস্টে যান। উড়ে যাওয়া তাঁবুগুলো প্রায় ছয় হাজার মিটারে ২ নম্বর বেসক্যাম্পের ছিল।

নেপালের আবহাওয়া অধিদপ্তর বলছে, এই ঘূর্ণিঝড়ে নেপাল সরাসরি আক্রান্ত না। কিন্তু আমাদের আবাহওয়া সিস্টেমে এটা প্রভোব ফেলেছে। নিজেদের নিরাপত্তার জন্য অভিযাত্রীদের সতর্ক হতে হবে।

Bootstrap Image Preview