Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় স্লুইস গেটে বালুর বস্তা ফেলে ভাঙ্গন রোধ   

মীর খায়রুল আলম, দেবহাটা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview


দেবহাটার নওয়াপাড়া স্লুইস গেট ভেঙে যাওয়ায় স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বালুর বস্তা ফেলে ভাঙ্গন রোধ করা হয়েছে।

শুক্রবার (৩ মে) খানজিয়া বাজার এলাকায় নওয়াপাড়া সীমান্তের স্লুইস গেট ভেঙে যায়।

বিষয়টি জানাজানি হলে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ও কালীগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের পরপরই তাৎক্ষণিকভাবে সেখানে স্লুইস গেট মেরামতের কাজ শুরু করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন- দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান, ইউপি সদস্য মোঃ নুরুজ্জামানসহ স্থানীয় শত শত জনগণ। পরে স্থানীয়দের সাথে নিয়ে পরিদর্শনে আসেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আল।        

উল্লেখ্য, উক্ত স্লুইস গেট ভেঙে যাওয়ায় নওয়াপাড়া ইউনিয়ন ও নলতা ইউনিয়ন এর শতশত বিঘা জমির ফসল, মৎস্য ঘেরসহ জানমালের ব্যাপক প্রাণহানীর সম্ভাবনা রয়েছে।

এছাড়া উপজেলার ১২টি আশ্রায় কেন্দ্রে প্রায় এক হাজারের মানুষ অবস্থান নিয়েছেন। ধীরে ধীরে আরও অনেকে আশ্রয় কেন্দ্রেতে আসতে শুরু করেছে। তবে উপজেলার সীমানাজুড়ে ভারত বাংলাদেশের মধ্য বয়ে চলা ইছামতি নদীর বাঁধ নাজুক হওয়ায় যে কোন সময় নদী ভাঙ্গন দেখা দেওয়ার আশংকায় সময় পার করছে সাধারণ মানুষ। নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন উপজেলাবাসী।      

Bootstrap Image Preview