Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


ভৈরবে আনন্দঘন পরিবেশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। স্থানীয়ভাবে কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে ভৈরব সাংবাদিক সমাজ এর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।  

বৃহস্পতিবার (২ মে) রাতে এ দিবস পালিত হয়। 

বিএফএ, কিশোরগঞ্জ জেলা ইউনিট, ভৈরব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- দৈনিক যুগান্তর ও যমুনা টিভির ভৈরব প্রতিনিধি এবং ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আসাদুজ্জামান ফারুক।

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে ভৈরবের প্রবীণ ৪ জন সাংবাদিককে সংবর্ধনাসহ সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এরা হলেন- প্রবীণ সাংবাদিক বশীর আহমেদ, এম এ মতীন, মুহাম্মদ শহীদুল্লাহ ও মোঃ শামসুজ্জামান বাচ্চু। 

এছাড়া অনুষ্ঠানে 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০১৯' লেখা সম্বলিত একটি করে উপহার উপস্থিত সাংবাদিকদেরকে প্রদান করার পর রাতের খাবার  শেষে রাত সাড়ে ১১টায় অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বালাদেশ সাংবাদিক সমিতি, ভৈরব শাখার সাধারণ সম্পাদক সুমন মোল্লা।

অনুষ্ঠানে ভৈরবে কর্মরত সাংবাদিকদের মধ্য উপস্থিত ছিলেন- এম এ লতিফ, তাজুল ইসলাম তাজ ভৈরবী, মোস্তাফিজুর রহমান আমিন, মোঃ তুহিন মোল্লা, সত্যজিৎ দাস ধ্রুব, বিল্লাল হোসেন মোল্লা, আলাল উদ্দিন, কাজী আবদুল্লাহ - আল মাছুম, মোঃ আক্তারুজ্জামান, আবদুর রউফ, এসএম বাকি বিল্লাহ, আদিল উদ্দিন, খাইরুল ইসলাম সবুজ, এম,এ হালিম, নারী সাংবাদিক ওয়াহিদা রহমান পলি, মোঃ শাহিনূর, এম আর রুবেল, সোহেল সেন, আল- আমিন টিটু, মিজানুর রহমান পাটোয়ারী, ফজলুর রহমান বাবু, রাজীবুল হাসান, মিলাদ হোসেন অপু, জামাল উদ্দিন, হৃদয় আজাদ, মনিরুজ্জামান ময়না, আহমেদ হুমায়ূন, জ.ই পরশ।

অনুষ্ঠানে সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকতায় এখন অনেকটা উন্নতি হয়েছে। লিখনীর মাধ্যমে সাংবাদিকরা দেশের ও সমাজের নানা সমস্যা, অন্যায়, অপরাধ, দুর্নীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ব্যবস্থা, রাজনীতির কর্মকাণ্ডসহ নানা অপরাধের চিত্র মিডিয়ায় প্রকাশ করে থাকে। অনেক সময় বাস্তব খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হয়রানী ও নির্যাতনের শিকার হন।

তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে  অনেক সাংবাদিক দেশে খুনের শিকার হয়েছে। সাংবাদিকদের অধিকার আদায়ে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসটি পালিত হয়। অনেক সময় নির্যাতনের শিকার হয়েও সাংবাদিকরা বিচার পায়না। তাই সকল সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সমাজের কেউ নিউজের কারণে আমাদেরকে হয়রানী, নির্যাতন করতে পারবেনা বলে জানান বক্তারা। 

অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক বশীর আহমেদ, মোঃ শামসুজ্জামান বাচ্চু, মুহাম্মদ শহীদুল্লাহ ও এম এ মতীন ভৈরব সাংবাদিক সমাজের সকলকে অনুষ্ঠানের আয়োজন ও তাদেরকে মূল্যায়িত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Bootstrap Image Preview