Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে বাসের ধাক্কায় নিহত ৩, প্রতিবাদে সড়ক অবরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০২:২১ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০২:২১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় বাসের ধাক্কায় এক ইজিবাইক চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (৩ মে ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ওয়াপদা মোড়ের নীলফামারী-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৈয়দপুর উত্তরা আবাসন এলাকার ইজিবাইক চালক মিন্টু হোসেন (২৮) এবং দুই যাত্রী আফতাব হোসেন (৩০) ও আব্দুর রহীম (৩২)।

এই ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাস চলন্ত ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আরও দুইজনের মৃত্যু হয়।

এ পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় পাঁচ ঘন্টা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পরে।

পরে পুলিশ বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে বাস চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে বেলা পৌনে ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

লাশ আপাতত থানায় রাখা হয়েছে; চালকসহ বাসটি আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview