Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত নোবিপ্রবি শিক্ষার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০১:২১ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০২:০৭ PM

bdmorning Image Preview


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন। আহত ওই শিক্ষার্থীর নাম সরদার মাহমুদুল হাসান দূর্জয়। তিনি নোবিপ্রবির বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা ময়মনসিংহের গফরগাঁও।

দূর্জয়ের বন্ধুরা জানান, গতকাল বৃহস্পতিবার (২ মে) রাত ৮টার দিকে বন্ধুদের সঙ্গে নোয়াখালী রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালী এক্সপ্রেসযোগে টঙ্গীর উদ্দেশে রওনা দেন দূর্জয়। ট্রেনটি নরসিংদীর জিনারদী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পূর্ব মুহূর্তে রাত ৪টার দিকে একদল যুবক এলোপাতাড়ি পাথর নিক্ষেপ শুরু করে।

এ সময় দূর্জয় জানালার পাশে থাকায় তার মাথায় একটি পাথর এসে লাগে। পাথরের আঘাতে অজ্ঞান  হয়ে পড়েন তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তাঁর। আশপাশে কোনো হাসপাতাল না থাকায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। পরে টঙ্গী রেলওয়ে স্টেশনে গিয়ে এক ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় সকাল ৯টায় দূর্জয়কে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার সহপাঠী হৃদয়। 

দূর্জয়ের সহপাঠী হৃদয় বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে গতকাল রাতে নোয়াখালী এক্সপ্রেসযোগে নোয়াখালী থেকে টঙ্গীর উদ্দেশে রওনা দেই। ট্রেনটি জিনারদী স্টেশনে পৌঁছানোর পূর্ব মুহূর্তে একদল যুবক এলোপাতাড়ি পাথর নিক্ষেপ শুরু করে। এতে আমার বন্ধু আহত হন।

হৃদয় আরো বলেন, আজকাল ট্রেন ভ্রমণও অনিরাপদ। এ ধরণের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। 

Bootstrap Image Preview