Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফণীর ছোবলে মোদির সমাবেশ স্থগিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ১২:০১ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ১২:০১ PM

bdmorning Image Preview


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার কথা ছিল আগামী রবিবার (৫ মে) দেশটির রাজ্য হলদিয়ায়। কিন্তু তার এক দিন আগেই জেলায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘ফণী’। তার প্রভাবে অন্তত দু’দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ওই দুর্যোগের আশঙ্কায় পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর সভা। আগামী ৫ মে’র বদলে ওই সভা ৬ মে করা হবে বলে জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব।

জেলা বিজেপি সূত্রের খবর, হলদিয়ার হেলিপ্যাড ময়দানে আগামী ৫ মে প্রধানমন্ত্রীর সভা করার কথা ছিল। তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে ছিল ওই জনসভা। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার এবং শনিবার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হবে। প্রভাব পড়তে পারে রবিবারও। তাই প্রধানমন্ত্রীর সভায় লোক হবে কি না, সেই আশঙ্কায় সভা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বিজেপির পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা সভাপতি প্রদীপ কুমার দাস বলেন, ‘ঘূর্ণিঝড়ে কিছুটা অসুবিধা হতে পারে। তাই সভা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার থেকেই প্রধানমন্ত্রীর সভার জন্য মঞ্চ এবং দর্শকদের বসার ছাউনি তৈরির কাজ শুরু হয়েছে। সাবেক কাপড়ের মঞ্চের পরিবর্তে হ্যাঙ্গারের মাধ্যমে ঝুলিয়ে রাখা হবে সভা মঞ্চ। এ দিনই বিকেলে প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি সলোমোন নেসাকুমারসহ পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রীর সভার জন্য কী কী পরিকল্পনা করা হচ্ছে, সে সব ব্যাপারে তারা খোঁজখবর নেন বিজেপি নেতৃত্বদের কাছ থেকে।

Bootstrap Image Preview