Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে ঘূর্নিঝড় ফণি মোকাবেলায় জরুরি সভা  

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৯:১৭ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৯:১৭ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সেলিম খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন, সিপিপি কর্মকর্তা আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী প্রমুখ।

উপজেলা দূর্যোগ ব্যবস্থপনা কমিটির সভায় জানানো হয় শ্যামনগরে ১৫৫টি সাইক্লোন স্লেটার প্রস্তত রয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দূর্যোগের সংকেত, এলাকাবাসীকে সাইক্লোন স্লেটারে আশ্রয় গ্রহণ করাসহ অন্যান্য বিষয়ে মাইকিং করা হচ্ছে।

উপজেলা প্রশাসন থেকে সকল সাইক্লোন স্লেটার গুলি খোলা রাখার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নিকট বার্তা প্রেরণ করা হয়েছে। এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা গুলি ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় জরুরী সভা আহব্বান করে সকলের ছুটি বাতিলসহ বিভিন্ন প্রস্ততিগ্রহণ করেছেন।

এদিকে উপকূলীয় ইউনিয়ন বুড়িগোয়ালিনীর বাসিন্দা আনিসুজ্জামান সুমন বলেন, ফণির প্রভাবে নদীতে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, ইউনিয়নের দাতিনাখালী, দূর্গাবাটি পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ দুর্বল থাকায় স্থানীয়রা চিন্তাগ্রস্থ।

পদ্মপুকুর ইউপির বাসিন্দা পরিতোষ পুলিন মন্ডল বলেন, কামালকাটি পাউবোর বেড়ী বাঁধের অবস্থা ভাল নয়।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আবহাওয়া অফিসের সংকেত ছিল ৭নং। আকাশ ছিল মেঘাচ্ছন্ন ও ঘুমটভাব। দুপুরের দিকে ছিল কিছুটা ঝড়ো হাওয়া।

সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার নিজে উপকূলীয় এলাকার বিভিন্ন ইউনিয়ন এর সাইক্লোন স্লেটার গুলি পরিদর্শন করছেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করছেন।

তিনি বলেন, উপজেলায় সাইক্লোন স্লেটার গুলি খোলা রাখা হয়েছে সকল সময় বিভিন্ন এলাকায় বেড়ী বাঁধসহ অন্যান্য বিষয়ে তদারকী করা হচ্ছে। 


 

Bootstrap Image Preview