Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদক ও বাল্যবিবাহমুক্ত সাতক্ষীরা গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৯:০৮ PM

bdmorning Image Preview


'বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথযাত্রী আমরা' এই শ্লোগানকে সামনে রেখে জঙ্গী, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহমুক্ত সুন্দর সাতক্ষীরা গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তৃণমূল জনপ্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার (২ মে) সকালে শহরের কামালনগরস্থ লেকভিউ প্রাঙ্গণে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। 

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো মীর মোস্তাক আহমেদ রবি'র উক্ত সভার আয়োজন করেন। 

এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- লাবসা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফার রহমান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, লাবসা ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, আলিপুর ইউপি সদস্য সলুদা বেগম, সখিপুর ইউপি সদস্য আলতাফুননেসা, বাঁশদহা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা সদর এমপির ব্যক্তিগত সহকারী ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।

মতবিনিময় সভায় এমপি রবি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এদেশ ও জাতির  প্রতি অনেক ভালবাসা ও প্রাণের আকুতি থেকে এ জেলাবাসীর ভাগোন্নয়নে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবক হিসেবে তৃণমূল জনপ্রতিনিধিসহ সকলকে সাথে নিয়ে সামগ্রিক উন্নয়নে কাজ করতে চায়। এটা শুধু আমার একার চাওয়া নয় জেলাবাসীর চাওয়া।

তিনি আরও বলেন, বাংলাদেশের মধ্যে আমাদের সাতক্ষীরা  একটি সম্ভাবনাময়ী জেলা। এ জেলা থেকে সরকার যে রাজস্ব পায় তার সিকি অংশ সাতক্ষীরার উন্নয়নে ব্যয় হয়না। এ জেলা অন্যান্য জেলা থেকে উন্নয়নের দিক থেকে পিছিয়ে। জঙ্গীবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহমূক্ত করে মডেল সাতক্ষীরা গড়তে জেলার সকলের সমন্বিত উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের সাতক্ষীরার উন্নয়নে কাঙ্খিত দাবি আদায়ে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।  
 

Bootstrap Image Preview