Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় প্রস্তুত হাতিয়া

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনি
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৭:৪৫ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৭:৪৫ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর।ঘূর্ণিঝড় মোকাবিলায় হাতিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) ঘূর্ণিঝড় মোকাবিলায় সমগ্র হাতিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুর রহমান জানান, ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় স্ব-স্ব ইউপি চেয়ারম্যানদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হুঁশিয়ারি সতর্ক সংকেত থাকায় যাত্রীবাহী নৌ-যান, সমুদ্রে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল না করতে নিষেধ করা হয়েছে।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের এবং আশ্রয় কেন্দ্রগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শেল্টারযুক্ত সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শেল্টার খুলে রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি সঞ্চার করে অগ্রসর হওয়ায়, দেশের মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

Bootstrap Image Preview