Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরাইল গাজার ওপর আবার বিমান হামলা চালিয়েছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৭:৩৩ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৭:৩৩ PM

bdmorning Image Preview


ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে । গাজা থেকে রকেট হামলার পর বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল ।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, জঙ্গিবিমানগুলো উত্তর গাজায় হামাসের কয়েকটি অবস্থানে হামলা চালায়। তবে হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায় নি।

এদিকে, ইসরাইলের বিমান হামলার জবাবে গাজা থেকে অধিকৃত ভূখণ্ডে দুটি রকেট ছোঁড়া হয়। রকেট হামলার সময় ইসরাইলের দক্ষিণ অংশে কয়েক দফা সাইরেন বাজানো হয়েছে। তবে এ দফায়ও ইসরাইলের গণমাধ্যম দাবি করেছে, গাজা থেকে ছোঁড়া রকেট ইসরাইলের উন্মুক্ত স্থানে গিয়ে পড়ে।

গত বছরের মার্চ মাস থেকে গাজাবাসী ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ শুরু করেছেন এবং সেই থেকে ইসরাইলও তাদের ওপর হামলা জোরদার করে। গাজাবাসী হামলার নতুন পদ্ধতি হিসেবে আগুনে ঘুড়ি ও বিস্ফোরক বোঝাই বেলুন ব্যবহারের পথ বেছে নিয়েছেন। এ ধরনের প্রতিবাদ-বিক্ষোভের জন্য ইসরাইল হামাসকে দায়ী করে আসছে। ইসরাইল বলছে, গাজা থেকে আসা এসব ঘুড়ি ও বেলুনে হাজার হাজার একরের ফসল নষ্ট হয়েছে।

Bootstrap Image Preview