Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওসিকে দেখে নেওয়ার হুমকি, আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মানবাধিকার সংগঠক পরিচয়ে ওসির সঙ্গে অশালীন আচরণ ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে বরিশালের গৌরনদীতে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে আটক হওয়া ব্যক্তিরা দাবী হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে গিয়েছিলেন তারা। কোনো অশালীন আচরণ তাঁরা করেননি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে বরিশালের  গৌরনদী মডেল থানা। এবিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্সের চেয়ারম্যান পরিচয় দিয়ে দুই সহযোগীকে নিয়ে তাঁর কক্ষে ঢোকেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। এসময় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মাসে উক্ত থানায় শিশু সৌরভ মণ্ডল হত্যা মামলার বিষয়ে তথ্য জানতে চান।

এরপরে সার্বিকভাবে সকল তথ্য দেওয়ার পরেও রবীন্দ্র ঘোষ ও তাঁর দুই সহযোগী আমার কাছে কৈফিয়ত চান এবং অশালীন আচরণ করেন। একপর্যায় গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্সের চেয়ারম্যানের সাথে কক্ষ প্রবেশ করা একজন আমার ছবি তোলেন। ছবি তোলার বিষয়ে আপত্তি জানালে রবীন্দ্র ঘোষ ও সহযোগীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু করেন।

একপর্যায়ে রবীন্দ্র ঘোষ ও তাঁর সহযোগীরা উত্তেজিত হয়ে  নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।পরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁদের তিনজনকে আটক করে। তাঁরা হলেন চট্টগ্রামের রাউজান এলাকার রবীন্দ্র ঘোষ এবং তাঁর সহযোগী নীলফামারীর গয়াবাড়ি এলাকার দিলিপ কুমার রায় ও মাদারীপুরের রাজৈর থানার আমগ্রামের রসরাজ রায়।

এদিকে নিহত সৌরভ মণ্ডলের বাবা কার্তিক চন্দ্র মণ্ডল এবং মা ভানু মণ্ডল জানান, তাঁরা সৌরভ হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এর বাইরে তাঁরা কোনো মানবাধিকার সংগঠনের কাছে কোনো ধরনের অভিযোগ করেননি। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আটক ব্যক্তিরা নিজেদের মানবাধিকার সংগঠনের নেতা দাবি করে বলেন, তাঁরা সৌরভ হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে এসেছিলেন বলে জানান। কিন্তু কোনো অশালীন আচরণ করেননি বলে দাবী করেন।

ওসি গোলাম সরোয়ার বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন থানায় গিয়ে এলাকাভিত্তিক ইস্যু নিয়ে ওসিদের প্রভাবিত করে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিত। কখনো কখনো ওসিদের পদক দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview