Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে আ'লীগের দু'গ্রুপের সংঘর্ষ, উপজেলা চেয়ারম্যানসহ আহত ২৫

সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৪:৪৬ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৪:৪৬ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জে নদী খনন করাকে কেন্দ্র করে আ'লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছোরা হয়েছে দুই রাউন্ড গুলিও। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১ মে) দুপুর হতে রাত পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আহতদের এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে উপজেলার মোগর পাড়া বারুনী ব্রিজে নদী খনন করাকে কেন্দ্রে করে আ'লীগের দু'গ্রুপের মধে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৪ জন আহত হন।

অপরদিকে, ওই দিন রাতে উপজেলার হেয়াতপুর বাজারে আবারো দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনতে অবস্থান নিয়েছিল পুলিশ। এ ঘটনায় উপজেলার মাহমুদপুর ছাত্রলীগের আহবায়ক সাদ্দামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানান স্থানীয়রা। 

নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই এ ব্যাপারে অভিযোগ দাখিল করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

Bootstrap Image Preview