Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় যা করবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০১:২৭ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০১:২৭ PM

bdmorning Image Preview


ফণীর এখনকার গতিবেগ এবং পথ যদি ঠিক থাকে, তবে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ হয়ে আমাদের খুলনা, সাতক্ষীরা ও মোংলায় আঘাত করবে শনিবার সকালে। এটি যশোর হয়ে দিনাজপুর পর্যন্ত প্রবাহিত হবে বলে জানিয়েছেনদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

আবহাওয়া অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী এ কথা জানিয়েছেন।

ঘূর্ণিঝেড়ের মতো পরিস্থিতির সময় মাথা ঠাণ্ডা রেখে কিছু বিষয়ে নজর দিলে অনেক বড় ধরনের দুর্ঘটনা বা বিপদ এড়ানো যায়। এই সময় কী সব কাজ করা উচিত তা একবার জেনে নিন।

সবার আগে যেটা জরুরি তা হল আতঙ্কগ্রস্ত না হওয়া। মাথা ঠাণ্ডা রেখে বিপদের মোকাবিলা করতে হবে।বাড়ির আশেপাশে বড় গাছের শুকিয়ে যাওয়া ডাল থাকলে আগে তা কেটে ফেলুন।

প্রবল ঝড়ে উড়ে যেতে পারে এমন বস্তু খোলা জায়গা থেকে সরিয়ে ফেলুন। যেমন আলগা হয়ে যাওয়া ইট, টিন, ময়লার বাক্স, সাইন বোর্ড ইত্যাদি। কারণ দমকা হাওয়ায় এই সব উড়ে গিয়ে কোনও বিপদ ঘটাতে পারে।বাড়িতে মেরামতের প্রয়োজনের হলে আগেই সেটা করিয়ে নিন।হাতের সামনে কাঠের বোর্ড রাখুন। কাঠ বিদ্যুৎ অপরিবাহী।
লণ্ঠন বা হ্যারিকেন এবং টর্চ হাতের কাছে রাখুন।

বাড়িতে খাবার মজুদ করে রাখুন। বিশেষ করে নষ্ট না হয় এমন শুকনো খাবার। সব পাত্রে পানীয় জল ভরে রাখুন।
প্রয়োজনীয় ওষুধ মজুদ করে রাখুন। ফার্স্ট এড বক্স হাতের কাছে রাখবেন।

কাজে যাওয়ার থাকলে আগে বাড়ি থেকে বের হন। অথবা কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন।ঝড়ের সময় বাড়িতেই থাকুন। বাড়ির এমন এক জায়গা বেছে নিন যেখানে নির্ভয়ে থাকতে পারবেন।কাঁচের জানালা থাকলে আগে থেকে তাতে শক্ত করে বোর্ড জাতীয় কিছু ঝুলিয়ে দিন। না হলে জানলা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাড়ির একতলায় যদি মিটার বক্স থাকে তাহলে ইলেকট্রিকের তার ঠিক আছে কিনা দেখে নিন। অনেক সময় মিটারের তার ঝুলে সেখান থেকে বিপত্তি ঘটে যেতে পারে।

পরিস্থিতির উপর নজর রাখুন। কোনও গুজবে কান দেবেন না।সাইক্লোন অ্যালার্ট জারি হলে অন্তত ২৪ ঘণ্টা আগে থেকে সতর্ক থাকুন ।

Bootstrap Image Preview