Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক ম্যাচ খেলেই পেলেন ৮ কোটি টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ১১:২২ AM
আপডেট: ০২ মে ২০১৯, ১১:২২ AM

bdmorning Image Preview


দ্বাদশ আইপিএলে ৮.৪ কোটি রুপিতে অখ্যাত এক স্পিনার বরুণ চক্রবর্তীকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। তবে এত পরিমাণ অর্থ উসুল করতে পারল  না তারা। চোট পাওয়ায় আইপিএলের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না কিংস ইলেভেন পাঞ্জাবের লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। বুধবার পাঞ্জাব দলের তরফে বরুণের চোটের কথা জানানো হয়েছে। 

এই আর্কিটেক্ট কাম ক্রিকেটারকে চলতি আইপিএল মৌসুমের জন্য নিলামে ৮.৪ কোটি দিয়ে কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। যদিও মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এই লিগ স্পিনারের। বল হাতে ৩৫ রান দিয়ে পেয়েছেন এক উইকেট। কলকাতার বিপক্ষে সেই ম্যাচে প্রথম ওভারেই ২৫ রান দিয়েছিলেন। তবে দারুণ কামব্যাক করেছিলেন তিনি।

এরপর ৬ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে বরুণের আঙুলে চিড় ধরেছে বলে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছিল৷ এরপর থেকেই দলের বাইরে রয়েছেন এই স্পিনার৷ সেই চোটের জন্যই এবার পুরো আসর থেকে ছিটকে গেলেন বরুণ

বেস প্রাইজের ৪২ গুণ অর্থে বিক্রি হওয়া এই বরুণকে অনেকেই উনিশের আইপিএলের সেরা চমক বলে মনে করেছিল৷ তামিলনাড়ুর মিস্ট্রি স্পিনার, যার হাতে রয়েছে সাতরকম ভেরিয়েশন৷ অফ-স্পিন, লেগ-ব্রেক, গুগলি, ক্যারাম বল, ফ্লিপার, টপ স্পিন এবং স্লাইডার আর্ম ইয়র্ক৷ অনিল কুম্বলের ফ্যান এই বরুণ অবশ্য উনিশের আইপিএলে কামাল দেখাতে ব্যর্থ৷

Bootstrap Image Preview