Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিল্লিকে হারিয়ে শীর্ষে উঠল চেন্নাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৯:৪৮ AM
আপডেট: ০২ মে ২০১৯, ০৯:৪৮ AM

bdmorning Image Preview


দুই দলই প্লে অফে উঠে গিয়েছিল। এদিন লড়াই ছিল এক ও দুই নম্বর দলের। দিল্লি লিগ তালিকায় শুরুতে ছিল। এদিন শ্রেয়স আইয়ারের দলকে ৮০ রানে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ১৮ পয়েন্ট পেয়ে ফের একবার গ্রুপ শীর্ষে চলে গেল। ১৭৯ রান তাড়া করতে নেমে দিল্লি অলআউট হল ৯৯ রানে।

টসে জিতে দিল্লি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ফ্যাফ ডু প্লেসি ৩৯ করলেও আর এক ওপেনার শ্যেন ওয়াটসন ০ রানে ফেরেন। সুরেশ রায়না তিন নম্বরে নেমে অসাধারণ খেলেন। ৩৭ বলে ৫৯ রান করেন। 

তবে তখনও চেন্নাই সম্মানজনক স্কোরে পৌঁছায়নি। শেষদিকে ধোনি নেমে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে বিস্ফোরক ইনিংস খেলেন। জাদেজা ১০ বলে ৫০ রান করেন। আর ধোনি ২২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। শেষ অবধি চেন্নাই ৪ উইকেটে ১৭৯ রান তোলে।

জবাবে রান তাড়া করতে নেমে দিল্লি শুরুতেই পৃথ্বী শ-কে হারায়। পৃথ্বী ৪ রানে ফেরত যান। শিখর ধাওয়ান ১৯ ও শ্রেয়স আইয়ার ৪৪ রান করেন। তাঁদের মধ্যে ছোট পার্টনারশিপ হলেও পরে আর কেউ বড় রান তো দূর দুই অঙ্কের রান করতে পারেননি।

ঋষভ পন্থ (৫), কলিন ইনগ্রাম (১), অক্ষর প্যাটেল (৯), শেরফেন রুথারফোর্ড (২), ক্রিস মরিস (০), জগদীশ সুচিত (৬) সকলেই তাড়াতাড়ি ফেরেন। সবমিলিয়ে দিল্লি ৯৯ রানে অলআউট হয়ে যায়।

Bootstrap Image Preview