Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ৪ শিক্ষার্থীসহ আহত ৫

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১ মে ২০১৯, ১০:৪০ PM
আপডেট: ০১ মে ২০১৯, ১০:৪০ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন লেগে ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। তবে গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কক্সবাজারের বাসিন্দা শফিকুর রহমানের মেয়ে রিমা আক্তার (২৪), ঢাকার টিকাটুলী এলাকার বাসিন্দা মুখলেছুর রহমানের মেয়ে লতা আক্তার (২২), সুমী আক্তার (২২), সিলেটের সাদ্দাম হোসেন (২৫), যশোরের আল আমিন (২৬) ও প্রাইভেটকার চালক লিয়ন আহমেদ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমর জানান, ঢাকা থেকে পাঁচ শিক্ষার্থীসহ প্রাইভেটকার নিয়ে চালক শ্রীমঙ্গলের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে নারায়ণখোলা এলাকায় পৌঁছালে একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন ধরে যায়। 

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে চালকসহ যাত্রীদের উদ্ধার করেন। তবে অল্প সময়েই গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আহতদের প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেন।

Bootstrap Image Preview