Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গৃহকর্মী হালিমা ও রুবির হাত-পা ভাঙা ছিল : ওসি তপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৫:৫৭ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview


রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডের বাসার ছাদ থেকে উদ্ধারকৃত দুই কিশোরীর মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে রহস্যের। মৃত্যু–রহস্য উদঘাটনে চলছে জোর চেষ্টা।

আজ বুধবার ভোরে রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডের ৪০ নং বাসার (একতলা) ছাদের ওপর  থেকে দুই গৃহকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠান উত্তরা পশ্চিম থানা ওসি তপন চন্দ্র সাহা ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বুধবার দুপুরে জানান, দুই কিশোরীকে উদ্ধার করে ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তখন একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর গৃহকর্মীও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতরা হলো- হালিমা (১৪) ও রুবি (১৭)।

এখনো দুজনের পরিবারের সদস্যদের কেউ ঢাকায় এসে পৌঁছাননি। দুই কিশোরীর লাশ আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

দুই কিশোরীর মৃত্যুর–রহস্য উদঘাটনে উত্তরা পশ্চিম থানা-পুলিশের সদস্যরা ষষ্ঠ তলার ফ্ল্যাটে যান। তাঁরা ফ্ল্যাটের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ভিডিও ফুটেজ দেখেন।

ওসি তপন চন্দ্র সাহা বলেন, দুই কিশোরী ব্যাগপত্র নিয়ে ছয়তলার ছাদে উঠেছে, তা ভিডিও ফুটেজে দেখা গেছে। এরপর ওই ছাদ থেকে কীভাবে পাশের ভবনের এক তলার ছাদে এল, তা জানা যায়নি। তবে দুজনের হাত ও পা ভাঙা ছিল।

ওসি আরো জানান, ছয়তলা ভবনের ছাদ থেকে দুই কিশোরীকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে, না ছাদ থেকে লাফ দিয়ে তারা আত্মহত্যা করেছে, তা জানার চেষ্টা চলছে।

Bootstrap Image Preview