Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বোলিংয়ে লজ্জার রেকর্ডে দ্বিতীয় মুজিব, শীর্ষে কে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০১:৫৭ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview


আইপিএলে এমন রেকর্ড করে ফেললেন। যে লজ্জা পাচ্ছেন স্বয়ং বোলার মুজিব উর রহমান। কিংস ইলেভেন পাঞ্জাবের এই স্পিনার ৪ ওভারে ৬৬ রান দিয়ে ফেলেছেন। সোমবার উপ্পলে হায়দরাবাদের দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও মণীশ পাণ্ডে তুলোধনা করেছেন আফগান স্পিনারকে। স্পিনার হিসেবে মুজিব ৪ ওভারে সবচেয়ে বেশি রান দিয়ে ফেলেছেন। বিদেশিদের মধ্যেও এত রান আইপিএলে আগে কেউ দেননি।

যদিও আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান দেওয়ার ক্ষেত্রে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন মুজিব। ২০১৩ সালে ইশান্ত শর্মা হায়দরাবাদের হয়ে খেলেছিলেন। চেন্নাইয়ের বিরুদ্ধে তিনিও ৪ ওভারে ৬৬ রান দিয়েছিলেন।

এই তালিকার শীর্ষে আছেন বাসিল থাম্পি। গতবার হায়দরাবাদের থাম্পি ৪ ওভারে ৭০ রান দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের বিরুদ্ধে। যুগ্মভাবে তিনে আছেন উমেশ যাদব ও সন্দীপ শর্মা। ২০১৩ সালে আরসিবির উমেশ দিল্লির বিরুদ্ধে ৬৫ রান দিয়েছিলেন।

আর হায়দরাবাদের সন্দীপও ৬৫ রান দিয়েছিলেন পাঞ্জাবের বিরুদ্ধে। ২০১৩ সালে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অসি স্পিনার মাইকেল নেসার ৪ ওভারে ৬২ রান দিয়েছিলেন। সেটাও আবার আরসিবির বিরুদ্ধে।

Bootstrap Image Preview