Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আলাদা যাচ্ছেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ১২:১৮ PM
আপডেট: ০১ মে ২০১৯, ১২:১৮ PM

bdmorning Image Preview


সকাল সাড়ে ১০টার ফ্লাইটে আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসলে এটি টাইগারদের বিশ্বকাপযাত্রাও। কিন্তু এই যাত্রায় মাশরাফিদের সঙ্গী হচ্ছেন না সাকিব আল হাসান। অন্য একটি ফ্লাইটে ডাবলিন যাচ্ছেন দেশ সেরা এই অলরাউন্ডার।

আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের স্কোয়াডে ক্রিকেটারের সংখ্যাটা ১৯। তবে আজ সকালে সফরের মূল বহরে আয়ারল্যান্ড গেছেন ১৭ ক্রিকেটার ও টিম ম্যানেজার ও কোচিং স্টাফের সদস্যরা। 

বিশ্বকাপের দলের মূল স্কোয়ার্ডের সঙ্গে যাওয়ার কথা থাকলেও এদিন দলের সঙ্গী হননি সাকিব আল হাসান। পরিবার নিয়ে আয়ারল্যান্ড যাওয়ার জন্য একই বিমানে টিকেট না অন্যবিমানে যাবেনি তিনি। তার বদলে বাংলাদেশ দলের সঙ্গে আয়ারল্যান্ড গেছেন তাসকিন আহম্মেদ।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, `বাংলাদেশ দলের সবার সঙ্গে সাকিবের জন্যও টিকিট করা হয়েছিল। কিন্তু ও পরিবার নিয়ে যেতে চাচ্ছে বলেই আলাদা এয়ারলাইনস খুঁজতে হয়েছে।’

জানা গেছে, সাকিব আল হাসান যাবেন বৃহঃস্পতিবার প্রথম প্রহরে রাত দেড় টায় ডাবলিনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এর আগে মঙ্গলবার প্রথম প্রহরে ফরহাদ রেজা উড়াল দিয়েছে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে। 

Bootstrap Image Preview