Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ০১ মে ২০১৯, ১১:০৬ AM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


বগুড়ার শেরপুর উপজেলার একটি আঞ্চলিক সড়কে দুই গ্রুপ সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডার শফিউর রহমান জ্যোতি (৫৮) নিহত হয়েছেন। তিনি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলী গ্রামের মোজাফফর হোসেন মাস্টারের ছেলে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পিস্তল, ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, রাম-দা ও চরমপন্থি কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানায়, মঙ্গলবার রাতে উপজেলার বোয়ালকান্দি ব্রিজ এলাকায় দুই গ্রুপ সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছা মাত্রই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানায়, নিহত শফিউর রহমান জ্যোতি ছিলেন চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে নাটোরের বামিহাল পুলিশ ফাঁড়ি লুটসহ ৬টি হত্যা মামলা অন্যতম। এছাড়া একটি মামলায় নিম্ন আদালত তাকে ৫৫ বছরের সাজা দেয়। পরে উচ্চ আদালত থেকে সেই মামলায় জামিন নেন এই নেতা।

Bootstrap Image Preview