Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেটারদের ভিভিআইপি নিরাপত্তা দিচ্ছে বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ১০:৫১ AM
আপডেট: ০১ মে ২০১৯, ১০:৫১ AM

bdmorning Image Preview


আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভিভিআইপি নিরাপত্তার বন্দোবস্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে সন্ত্রাসবাদী হামলার জেরেই মাশরাফি-সাকিবদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে তৎপর বিসিবি৷

নিউজিল্যান্ড সফর চলাকালীন ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বাংলাদেশ দল প্রার্থণা করতে ঢোকার ঠিক আগের মুহূর্তে সন্ত্রাসবাদীরা হামলা চালায়৷ যাতে মৃত্যু হল বেশ কয়েকজনের৷ অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশের ক্রিকেটাররা৷ তাদের মসজিদের পিছনের দরজা দিয়ে বার করে নিয়ে যাওয়া হয়৷

ঘটনায় চূড়ান্ত আতঙ্কিত হয়ে পড়ে বাংলাদেশী ক্রিকেটাররা৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তৎক্ষণাৎ সিরিজ মাঝপথেই বাতিল করে৷ বাংলাদেশ দল তড়িঘড়ি নিউজিল্যান্ড ছেড়ে দেশে ফিরে আসে৷ আতঙ্কের রেশ কাটতে মুশফিকুরদের বেশ কেয়কদিন সময় লাগে৷

ক্রাইস্টচার্চের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিসিবি আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে দলের সঙ্গে অন্ততপক্ষে সাতজন আধিকারিককে পাঠাচ্ছে, যাঁরা ক্রিকেটারদের নিরাপত্তার দিতে তীক্ষ্ন নজর রাখবেন৷

এপ্রসঙ্গে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেন, ‘আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে থাকার সময় ক্রিকেটারদের জন্য ভিভিআইপি নিরাপত্তার বন্দোবস্ত করা হবে৷ নিউজিল্যান্ডের ঘটনার পর নিরাপত্তার বিষয়টাই এখন আমাদের কাছে সব থেকে প্রাধান্য পাচ্ছে৷ এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শ্রীঘ্রই৷’

আয়ারল্যান্ড সফরের পর লিস্টারশায়ারে নিজস্ব খরচে আট দিনের ক্যাম্প করবে বিসিবি। এজন্য লিস্টারশায়ার অথোরিটির কাছে সার্বক্ষণিক দুইজন গানম্যান চেয়েছিলো বিসিবি। কিন্তু লিস্টারের আইন অনুযায়ী সশস্ত্র পাহারা শুধু রাজপরিবারের সদস্যরাই পেয়ে থাকে। তবে বিশ্বকাপের জন্য আইসিসি থেকে দেয়া দুইজন লিঁয়াজো নিরাপত্তা কর্মকর্তাকে লিস্টারেই বাংলাদেশ দলের সাথে যোগ দিতে বলেছিলো ইসিবি। বিসিবি তাদের নিয়ে এবার আয়ারল্যান্ডেও নিয়ে যাচ্ছে নিজ খরচে।

বিসিবি প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা ইংল্যান্ডে আমাদের দূতাবাসের সঙ্গে কথা বলেছি৷ এবং সিদ্ধান্ত নিয়েছি বেসরকারি কোনও নিরাপত্তা সংস্থার সাহায্য নেওয়ার৷ দলের আগে অন্ততপক্ষে চারজন সসস্ত্র নিরাপত্ত কর্মী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’

Bootstrap Image Preview