Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাশুড়ি-বৌমার দেহ ব্যবসার পর্দা ফাঁস, আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ০১ মে ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


শাশুড়ি এবং পুত্রবধূ দুইজনে মিলে দেহ ব্যবসার আসর জমিয়ে বসেছিল। ফের এই ব্যবসায় আঘাত হানল পুলিশ। পুলিশের হাতে আটক দুই মহিলা। ভারতের রাইপুরে ঘটেছে এমন ঘটনা।

দেহ ব্যবসার খবর পেয়ে পুলিশ রবিবার রাতে রায়পুরের কবীরনগরে হীরাপুর আরডিএ বিল্ডিংয়ে হানা দেয়। সেখান থেকেই হাতেনাতে ২ কলগার্লকে গ্রেফতার করে পুলিশ।

কবীর নগর থানার অফিসার-ইন-চার্জ শিবানন্দ তিওয়ারি জানান, ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, ভাড়া বাড়িতে শাশুড়ি এবং বৌমা দুইজনে মিলে এই আসর জমিয়ে বসেছিল। বাইরে থেকে মহিলাদের ডেকে এনে এবং কাস্টমার জোগাড় করে তাদের এই ব্যবসা চলছিল।

সম্প্রতি গোয়াতেও এমনই দেহ ব্যবসার পর্দা ফাঁস করে গোয়া পুলিশ। আর এতে যুক্ত থাকার অপরাধে ধরা পড়ে দুই আফগান নাগরিক, যার মধ্যে একজন আফগান সরকারের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি-র কর্মকর্তা৷

পুলিশ ইন্সপেক্টর নোলাসকো ব়্যাপোসো জানিয়েছেন, অভিযুক্ত মোহাম্মদ ওমর আরিয়ান কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রির ইন্টারনাল অডিটের ডিরেক্টর। আরেকজন মোহাম্মদ আজমল হোডমান একজন আফগান আইনজীবী। এই দুজনকেই দেহব্যবসায় হাতেনাতে ধরে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয় উজবেকিস্তানের দুই মহিলাকে।

ইন্সপেক্টর আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি-র বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সঙ্গে এই দেহব্যবসার কাজে আর কে কে যুক্ত রয়েছে সেই নিয়েও অনুসন্ধানে নেমেছে পুলিশ।

Bootstrap Image Preview