Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫ ওভার দৈর্ঘ্যের ম্যাচে গোপালের হ্যাটট্রিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৯:৪৩ AM
আপডেট: ০১ মে ২০১৯, ০৯:৪৩ AM

bdmorning Image Preview


৫শুরু হল বিরক্তিকর বৃষ্টি দিয়ে। শেষও হল সেই বৃষ্টি দিয়ে। ম্যাচ শেষ অবধি অমীমাংসিত রইল। রাজস্থান ও ব্যাঙ্গালোর পয়েন্ট ভাগাভাগি করে নিল। ফলে ১৩ ম্যাচে ৯ পয়েন্টে নিয়ে টেবিলের অষ্টম স্থানে দাঁড়িয়ে রইল আরসিবি। এদিকে রাজস্থানও ১৩ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে রইল। 

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রতি ইনিংস ম্যাচের দৈঘ্য দাঁড়ায় পাঁচ ওভারে। এতে ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে ৫ ওভারে ৭ উইকেটে ৬২ রান তোলে। বিরাট কোহলি সর্বোচ্চ ২৫ রান করেন। এবি ডিভিলিয়ার্স করেন ১০ রান। এছাড়া কেউ দুই অঙ্কের স্কোরে পৌঁছননি। 

এদিন রাজস্থানের হয়ে বল হাতে হ্যাটট্রিক করেন শ্রেয়াশ গোপাল। ম্যাচের দ্বিতীয় ওভারে কোহলি, ডি ভিলিয়ার্স ও মার্কাস স্তইনিনের উইকেট তুলে নেন। ওভারে ১২ রান খরচ করেন তিনি। 

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রানে পৌঁছে যায়। শেষ ১০ বলে প্রয়োজন ছিল ২২ রান। তখনই ফের ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সাঞ্জু স্যামসন ১৩ বলে ২৮ রান তোলেন। লিয়াম লিভিংস্টোন ৭ বলে ১২ রান করেন। যুজবেন্দ্র চাহাল স্যামসনের উইকেট নিতেই বৃষ্টি নামে। তারপর আর ম্যাচ শুরু করা যায়নি। শেষ অবধি আম্পায়াররা দুই দলকেই ১ পয়েন্ট করে ভাগ করে দেন।

Bootstrap Image Preview