Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি নাগরিকদের শ্রীলঙ্কা ছাড়ার নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৯:৩৬ AM
আপডেট: ০১ মে ২০১৯, ১০:১২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শ্রীলঙ্কায় অবস্থান করা নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে শ্রীলঙ্কা ছাড়ার পরামর্শ দিয়েছেন সৌদি সরকার।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানী কলম্বোয় সৌদি দূতাবাসের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আখবরিয়া এ খবর জানায়।

গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আট স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় ২৫৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৪২ জন বিদেশি নাগরিক। হামলার পর থেকে শ্রীলঙ্কা ভ্রমণে সতর্কতা জারি করে বেশ কয়েকটি দেশ।

মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তিনদিন পর ওই হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় মুসলিম জঙ্গি দল ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) নেতা জাহরান হাশিম হামলার মূল পরিকল্পনাকারী ছিল বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের।

ইস্টার সানডের সেই ভয়াবহ হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে গোটা দেশে প্রায় ১০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview