Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদির তুলনায় ইমরান খান বেশি নমনীয়: আফ্রিদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৫:০১ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৫:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কাশ্মীরিদের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রত্যাশার চেয়েও বেশি কিছু করবেন বলে মনে করেন দেশটির ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি। তিনি বলেন, মোদির তুলনায় ইমরান খান বেশি নমনীয়।

সাংবাদিক ওয়াজাহাত আলী খানকে সঙ্গে নিয়ে লেখা আত্মজীবনী গেম চেঞ্জারের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইমরান খানের নয়া পাকিস্তান ভারতের সঙ্গে যা করছে, তা তিনি পছন্দ করছেন বলেও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডর।

এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীরিদের চাওয়া-পাওয়া অনুসারে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন বলেও মনে করেন তিনি।

আফ্রিদি বলেন, কাশ্মীরি কেবল কাশ্মীরিদের- না পাকিস্তানের, না ভারতের।

তিনি বলেন, আমাদের অবশ্যই কাশ্মীর সংকটের সমাধান করতে হবে। কাশ্মীরিদের রক্ষা করতে হবে। অবশ্যই তাদের শান্তি প্রক্রিয়ায় শামিল করতে হবে।

এ ছাড়া কার্তারপুর করিডর খুলে দিয়ে এবং ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে নিজ দেশে ফেরত দিয়ে ইমরান খান শান্তি প্রক্রিয়াকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে মত দিয়েছেন আফ্রিদি।

তিনি বলেন, এ ভূখণ্ড পাহারা দিতে প্রচুর সম্পদ খরচ হচ্ছে। নিয়ন্ত্রণরেখার উত্তেজনার কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু কাশ্মীরিদের মতো করে যদি কাশ্মীর সংকট ভারত-পাকিস্তান সমাধান করত, তবে প্রচুর মানুষ বেঁচে যেতেন।

আফ্রিদি মনে করেন, নরেন্দ্র মোদির তুলনায় ইমরান খান বেশ নমনীয়। যেটি তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন।

Bootstrap Image Preview