Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেসবুক-হোয়াটস অ্যাপের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল শ্রীলঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে ভয়াবহ সিরিজ হামলার ঘটনাকে কেন্দ্র করে ভুয়া খবর ও অপপ্রচার বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তবে সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও দেশটিতে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত সপ্তাহে ইস্টার সানডের সকালে কলম্বোর তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল এবং আরও দুই স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় প্রায় ২৫০ জন নিহত এবং  কমপক্ষে ৫শ জন আহত হন। নিহতদের মধ্যে ৪২ জন বিদেশি নাগরিক।

ওই হামলার পর আরও বেশ কয়েকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আসন্ন হামলা প্রতিহত করতে এবং নিরাপত্তা নিশ্চিতে উচ্চ সতর্কতা জারি করা হয়। এছাড়া হামলার ঘটনা নিয়ে যেন ভুল খবর প্রচার হতে না পারে সেজন্য সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আনা হয়।

Bootstrap Image Preview