Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:১৫ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট এর জন্য ১০% কর্তন আদেশের প্রজ্ঞাপন বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. শামীম আল মামুন জুয়েল, স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, উপদেষ্টা মীর মো. আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

তারা কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন এর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।    

Bootstrap Image Preview