Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রমজানের আগে শ্রীলঙ্কায় ফের হামলার আশঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০১:৩৭ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০২:০২ PM

bdmorning Image Preview


পবিত্র রমজানের আগেই শ্রীলংকায় সন্ত্রাসীরা ফের হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে শ্রীলঙ্কায় নিরাপত্তা বাহিনী।

আজ মঙ্গলবার মঙ্গলবার দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন।

আইনপ্রণেতা ও অন্যান্য কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির পুলিশ বিভাগ জানিয়েছিল, আগামী রবিবার কিংবা সোমবার সেনাবাহিনীর উর্দি পরিহিত জঙ্গিরা এ হামলা চালাতে পারেন।

গত দুদিনে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি। কিন্তু বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির নিরাপত্তা বাহিনী নিরাপত্তাব্যবস্থা ক্রমেই বাড়িয়ে চলছে।

গত ২১ এপ্রিলের ওই হামলায় ৪২ বিদেশিসহ ২৫০ জনের বেশি নিহত হয়েছেন। এর পর থেকে দেশটিতে নিরাপত্তা সতর্কতা একের পর এক বাড়িয়েই চলছে।

মঙ্গলবার শ্রীলংকার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, আগামী কয়েক দিন দেশের নিরাপত্তাব্যবস্থা কঠোর থাকবে। কারণ সেনাবাহিনী ও পুলিশ এখনও সন্দেহভাজনদের তল্লাশি অব্যাহত রেখেছে।

শ্রীলংকায় আগামী ৬ মে রমজান শুরু হবে। এর আগেই সেখানে সন্ত্রাসী হামলা ঘটতে পারে, সেই আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি রাখতে সব পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিয়ে একটি চিঠি বিতরণ করা হয়েছে। এর মধ্যে জরুরি আইনের আওতায় দেশটিতে মুসলমান নারীদের বোরকাপরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Bootstrap Image Preview