Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদি সাহারা দুর্নীতির নথি গায়েব করেছেন: মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০১:২১ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০১:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতে লোকসভা নির্বাচনকে ঘিরে দেশটির বিভিন্ন দলের শীর্ষ নেতারা এখন পরস্পরকে নিশানা করে বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এ যুদ্ধে পিছিয়ে নেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২৯ এপ্রিল) সাহারা কেলেঙ্কারির সঙ্গে মোদির নাম জড়িয়ে দিয়েছেন মমতা।

তার অভিযোগ, মোদি সংশ্লিষ্ট নথি লুকিয়ে রেখেছেন। সারদা, রোজভ্যালিসহ বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে তৃণমূলের বিভিন্ন নেতার নাম জড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সিবিআই এসব মামলা তদন্ত করতে এসে রাজ্যে ভোটের ওপর প্রভাব ফেলেছে।

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে বারবার এ নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন মোদি। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতাকেও কটাক্ষ করেছেন তিনি।

সোমবার উত্তর ২৪পরগনার বাগদার সভায় মোদির নাম করে মমতা বলেন, সাহারা কোম্পানির নাম শুনেছেন তো। নরেন্দ্র মোদিকে জিজ্ঞেস করুন, সাহারা কোম্পানির কথা। সাহারাকে বেসাহারা তো আপনারাই করেছেন। আপনার নামেও তো কাগজ ছিল। সে কাগজ কোথায় লুকিয়ে রেখেছেন, জবাব দিন।

মোদিকে চ্যালেঞ্জ করে মমতা বলেন, এটি ২০১৬ সালের মামলা। পাঁচ বছরে তো কিছু প্রমাণ করতে পারেননি। আপনার বিরুদ্ধে মানহানির মামলা হওয়া উচিত।

মমতা আরও বলেন, চিটফান্ড চিটিংবাজরা করে। আমাদের পার্টিতে চিটিংবাজ নেই। তৃণমূলের কেউ ও সব ছোঁয় না।

মমতার বক্তব্যের প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যত হারের দিকে এগোচ্ছেন, ততই ভুলভাল বকছেন।

মোদি অবশ্য এক জনসভায় বলেছেন, গরিব মানুষ তাদের অর্থ নিয়ে দুর্নীতির জবাব দেবেন ইভিএমের বোতাম টিপে।

Bootstrap Image Preview