Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবর্জনায় ছেয়ে গেছে এভারেস্ট, ৩০০০ কেজি বর্জ্য অপসারণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০১:১৩ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আবর্জনায় ছেয়ে গেছে মাউন্ট এভারেস্ট! বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে অভিযানে গিয়ে অভিযাত্রীরা সেখানে আবর্জনা ফেলে আসছেন।

নেপাল সরকারের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, দুই সপ্তাহ ধরে অভিযান চলছে মাউন্ট এভারেস্টে। এ অঞ্চল থেকে ৩০০০ কেজির আবর্জনা সরানো হয়েছে।

পরিষ্কার করার সময় চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বেস ক্যাম্প থেকে উদ্ধার হয়েছে এসব মৃতদেহ। মৃতদেহের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি বলে খবরে বলা হয়েছে।

গত ১৪ এপ্রিল থেকে নেপাল সরকারের ব্যবস্থাপনায় শুরু হয়েছে এই 'এভারেস্ট ক্লিনিং ক্যাম্পেইন।' এ অভিযান ৪৫ দিন ধরে চলবে বলে খবরে বলা হয়েছে।

এ অভিযানে এভারেস্ট থেকে ১০ হাজার বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নেপালের সরকারি ওই সূত্র জানায়, নেপালি সেনার হেলিকপ্টারে করে ২০০০ কেজি বর্জ্য পাঠানো হয়েছে ওখালধুঙ্গায়। এ ছাড়া বাকি ১০০০ কেজি আনা হয়েছে কাঠমান্ডুতে। এসব আবর্জনা সেখানে নষ্ট করা হবে।

Bootstrap Image Preview