Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জার্সি উন্মোচনে নেই সাকিব, পাপনের ক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ১২:৪২ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ১২:৪২ PM

bdmorning Image Preview


২০১৯ বিশ্বকাপ দলের জার্সি উন্মোচন হলো বাংলাদেশ দলের। গতকাল সোমবার বেলা ৩ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য অফিসিয়াল জার্সি প্রকাশ করেছেন। আর এই জার্সিটি পড়ে ফটো সেশন করেছেন বাংলাদেশ দলের ১৪ ক্রিকেটার। 

এদিকে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না সাকিব আল হাসান। আইপিএল খেলে ভারত থেকে রবিবার বিকাল ৪.৩০ দেশে ফিরেন তিনি।

আইপিএলের কারণে দেশের বিশ্বকাপ ক্যাম্পে ছিলেন না সাকিব। আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে দেশের মাঠে আজই ছিল দলের শেষ অনুশীলন। ছিল বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল ফটোসেশনও। কিন্তু এসবের কিছুতেই না থেকে মাঠে এসেও বেরিয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। বোর্ড প্রধান নাজমুল হাসান তাকে না পেয়ে তাই খোলামেলাভাবেই জানিয়েছেন অসন্তোষ।

নাজমুল হাসান বলেন, দুঃখজনক, আর কী বলবো… আমি এসেই জিজ্ঞেস করেছি। এমনকি আমি এখানে যখন ঢুকি তখন তাকে ফোন করেছিলাম। জিজ্ঞেস করলাম- কোথায় তুমি? বলল- আমি তো চলে এসেছি। ও যে দেশে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। সাকিব বলল, আপনার বাসায় আসব রাতে। আমি বলেছি, এখন একটু দেখা হোক। বলল, আমি তো বেরিয়ে গেছি। আমি এসে জিজ্ঞেস করলাম, ওরা বললো, ওকে আগেই বলা হয়েছে যে আজ ফটোসেশন আছে দলের। জাতীয় দল যাচ্ছে বিশ্বকাপে, ফটোসেশন আছে দলের। যেহেতু দলের প্র্যাকটিসে ছিল না। আমরা আশা করেছিলাম এখানে আসবে। কিন্তু সে নেই।

১ মে আয়ারল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। তার আগে এদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দুপুরে কথা বলেছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।

Bootstrap Image Preview