Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আঙ্গুলের গন্ধ শুকে নিজেদের ভোটার চিহ্নিত করছে তৃণমূল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ১১:৪৮ AM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ১১:৪৮ AM

bdmorning Image Preview


ভারতে চলছে লোকসভা নির্বাচন। দেশটির পশ্চিমবঙ্গে জমজমাট লড়াই চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। আর তাই সত্যিই ভোটটা তৃণমূলকে দিয়েছেন কিনা ভোটার, সেই খবর জানতে গন্ধবিচারের পথে হাঁটল তৃণমূলের কর্মীরা। 

দলের ভোটারদের চিহ্নিত করতে ভোট মেশিনে লাগিয়ে দেওয়া হল আতর। ভোটার ভোট দিয়ে বের হবার পর আঙুলের গন্ধ শুঁকে নিশ্চিত করা হল সত্যিই ভোটটা তিনি তৃণমূল প্রার্থীকে দিয়েছেন কি না।

ঘটনা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বকুলিয়া ১৩২ নম্বর বুথে। সেখানে প্রার্থী সুনীল মণ্ডলের বোতামে আতর মাখিয়ে রাখেন তৃণমূলকর্মীরা। ভোটাররা ভোট দিয়ে বের হলেই তাদের আঙুলের গন্ধ শুঁকে কর্মীরা বের করছেন কে তৃণমূলকে ভোট দিয়েছেন আর কে দেননি। গন্ধ পাওয়া না গেলে পরিণাম ভুগতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ কয়েকজনের।

অভিযোগ, পূর্ব বর্ধমানের ওই বুথ কার্যত দখল করে রেখেছিলেন তৃণমূল কর্মীরা। অন্য দলের ভোটার দেখলেই বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে এই নিয়ে কমিশনে এখনো কোনও রাজনৈতিক দল অভিযোগ দায়ের করেনি।   

Bootstrap Image Preview