Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এটাই আমার শেষ বিশ্বকাপ: মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৯:৩৩ AM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৯:৩৩ AM

bdmorning Image Preview


২৩ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের আসর শেষ করে বিশ্রামে ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আয়ার‌ল্যান্ড সফরকে সামনে রেখে আজেই প্রথমবারের মতো যোগ দেন অনুশীলন ক্যাম্পে। সেখানে বিশ্বকাপে নিজেদের আশা ভরসার কথা জানালেন তিনি। 

আসন্ন বিশ্বকাপটি মাশরাফির ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ আসর হতে যাচ্ছে। সকলের কাছেই একটা ধারণা রয়েছে এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ আসর। যদিও মাশরাফি এতদিন কিছুই বলেননি। তবে আজ অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়ে দিলেন এটিও হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবশেষ বিশ্বকাপ।

মাশরাফি বলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ।' 

২০০৩ সালের পর ২০০৭, ২০১৫ বিশ্বকাপ খেলেছেন মাশরাফি। ২০১৫ বিশ্বকাপে ছিলেন দলের অধিনায়ক। ঘরের মাটিতে হওয়ার ২০১১ সালের বিশ্বকাপ দলে ছিলেন না মাশরাফি। ওই আসরে থাকলে ২০১৯ বিশ্বকাপটি হতো মাশরাফির খেলা পঞ্চম বিশ্বকাপ আসর। 

সবকিছু ঠিক থাকলে ২০১৫ পর ২০১৯ বিশ্বকাপেও বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন মাররাফি। এর মধ্যে দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দুটি বিশ্বকাপ আসরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করবেন তিনি। 

উল্লেখ্য, ৩০ এপ্রিল বিশ্রামের পর ১লা মে মাশরাফির নেতৃত্বে আয়ার‌ল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।

Bootstrap Image Preview