Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় সতর্কতা, সামরিক পোশাকে হতে পারে জঙ্গি হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ১০:৩৭ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ১০:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলার পেছনে জড়িত ইসলামপন্থী জঙ্গিরা আবার হামলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার নিরাপত্তা কর্তৃপক্ষ। আর এসব জঙ্গিরা সামরিক পোশক পরে এই হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলার এক সপ্তাহ পর আজ সোমবার কলম্বোর একটি মুসলিম অধ্যাশিত এলাকায় একটি মসজিদের পাশে বস্তাবহনকারী এক ব্যক্তিকে হাঁটতে দেখা গেছে।

নিরাপত্তা সূত্র জানায়, রোববার অথবা সোমবার হামলার জন্য জঙ্গিরা পাঁচটি স্থান লক্ষ্য করেছিল।

আজ রয়টার্সের দেখা আইনপ্রনেতা ও অন্যান্য কর্মকর্তাদের লেখা একটি চিঠিতে পুলিশের একটি ইউনিটের মন্ত্রিসভার নিরাপত্তা বিভাগের প্রধান (এমএসডি) বলেন, ‘আরেকটি হামলা হতে পারে। এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে ভ্যান ব্যবহারকারী সামরিক পোশাক পরা ব্যক্তি।’

এদিকে ভয়াবহ আত্মঘাতী হামলার পর শ্রীলঙ্কাজুড়ে জারি করা জরুরি অবস্থার মধ্যে সব ধরনের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করেছে দেশটির সরকার। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও হোটেলসহ আটটি স্থানে আত্মঘাতী বোমা হামলায় ২৫৩ জন নিহত হয়। এতে আহত হয় ৫০০ জনের বেশি মানুষ।

Bootstrap Image Preview