Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ত্র ঠেকিয়ে সমিতির ১৭ লাখ টাকা লুটের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:৩০ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:৩০ PM

bdmorning Image Preview


নীলফামারীর সৈয়দপুরে একটি এনজিও’র অফিস থেকে অস্ত্র ঠেকিয়ে প্রায় ১৭ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে।

রবিবার (২৮ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে শহরের শহীদ জহুরুল হক সড়কে বিচালীহাটি চান মিয়ার ভবনের ৩য় তলায় সমিতির অফিসে এ ঘটনা ঘটেছে।

সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের এনজিওতে সংঘটিত এ ঘটনাটি প্রকৃতই ডাকাতি না সাজানো নাটক তা খতিয়ে দেখা হচ্ছে। এ দিকে এ ঘটনার পর সৈয়দপুর শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল ও থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সত্যিকারে কত টাকা লুট হয়েছে বা আদৌ লুটের ঘটনা কিনা তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ জন্য রাত ৮টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য ওই অফিসের ৪ কর্মচারীকে থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শেষে  ছেড়ে দেয়া হয়।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সিসি ফুটেজ পর্যালোচনাসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview