Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় ১২ শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৮:৪১ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালা উপজেলার ২১১টি প্রাথমিক বিদ্যালয়ের মধে প্রায় ১২-১৩ শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান।

সরজমিনে দেখা যায়, উপজেলার ২১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২-১৩টি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। ঝুকিপূর্ণ বিদ্যালয়গুলো হলো ডুমুরিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরল্ল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ দিকে ঝুঁকিপূর্ণ স্কুল ভবেন পাঠদান বন্ধের নির্দেশনা দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্থানীয় উদ্যোগে কিছু স্কুলে বিকল্প পাঠদানের ব্যবস্থা হলেও অধিকাংশটিতে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চলছিল। তাই ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঝুঁকিপূর্ণ এসব ভবনে পাঠদান বন্ধের নির্দেশনা জারি করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

ডুমুরিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, তার বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ থাকায় পাঠদানে কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন মারাত্নক ঝুঁকিতে। যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তিনি দ্রুত ভবন স্থাপন করে শিক্ষার্থীদেরর পাঠদান অব্যহত করার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেছেন।

তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান জানান, বর্তমানে বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন পুনঃনির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে ভবন পুনঃনির্মাণের জন্য অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। বাকি বিদ্যালয়ে আগামী অর্থবছরে ভবন পুনঃনির্মাণ করা হবে।

Bootstrap Image Preview