Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বস্তির বৃষ্টি নিয়ে বাংলায় আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৬:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাব পড়তে চলেছে ভারতের পশ্চিমবঙ্গে। আর তার জেরে সুসংবাদ বয়ে আসার সম্ভাবনা রয়েছে। সুসংবাদ বলতে এই অসহ্য গরমের হাত থেকে রেহাই পাওয়া বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে ভারতের পশ্চিমবঙ্গে আসতে চলেছে স্বস্তির বৃষ্টি।

জানা গিয়েছে, পঞ্চম দফা ভোটের মুখে ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে পড়বে পশ্চিমবঙ্গে। ১ মে থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়। ৩ মে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ৪ মে নাগাদ ‘ফণী’ চিল্কার কাছাকাছি থাকতে পারে।

এর পর ঘূর্ণিঝড় কোন দিকে যাবে, তা এখনও জানায়নি আবহাওয়া দফতর। তবে এটুকু জানানো হয়েছে, ‘ফণী’ বাংলার আরও কাছে এলে দুর্যোগের মধ্যেও পড়তে পারে রাজ্য। তবে খুশির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। ‘ফণী’ বাংলার কাছে আসুক বা নাই আসুক, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কমতে থাকবে গরম।

২ মে থেকে জেলেদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা এখন সমুদ্রে আছেন, তাঁদের ফিরতে বলা হয়েছে।

Bootstrap Image Preview