Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টমেটোর বাম্পার ফলন: দাম নিয়ে হতাশা

মোঃ আবু নাঈম, পঞ্চগড় থেকে
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৪:৪৬ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৪:৪৬ PM

bdmorning Image Preview


দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়। এ জেলার প্রধান অর্থকরি ফসলের মধ্য অন্যতম টমেটো। তবে জেলার নির্দিষ্ট কিছু এলাকায় বাণিজ্যিক ভাবে টমেটোর চাষ লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, সদর উপজেলার মডেলহাট, হাফিজাবাদ, চাকলাহাট, হাড়িভাসা, টুনির হাট, দেওয়ান হাট এলাকায় তুলনামূলক বেশি দেখা যায়।

টমেটো, বেগুন পরিবারের শীতকালীন সবজি। তবে বসন্তকালের শেষের দিক থেকে গ্রীষ্মকালের মাঝামাঝি সময় পর্যন্ত প্রচুর টমেটো উৎপাদিত হয় পঞ্চগড়ের সমতল ভূমিতে। এ বছরও বাম্পার ফলন। স্থানীয় বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে এবং বাকিতে স্থানীয় দোকান থেকে সার-কীটনাশক ও কৃষি উপকরণ নিয়ে টমেটো চাষ করে ক্ষেতের এমন অবস্থায় চাষিরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, টমেটো সোলানেসি পরিবারের লাইকোপার্সিকগনের অন্তর্ভুক্ত কোমল ও রসালো সবজি। আমাদের দেশে টমেটোকে বিলাতী বেগুনও বলা হয়। এতে প্রচুর পরিমানে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন-এ এবং ভিটামিন-সি রয়েছে। টমেটোতে লাইকোপেন নামে বিশেষ উপাদান রয়েছে বলে এটা ফুসফুস, পাকস্থলী, অগ্নাশয়, কোলন, স্তন, মূত্রাশয়, প্রোষ্টেটসহ ইত্যাদি অঙ্গের ক্যান্সার প্রতিরোধে সহায়ক। টমেটো একটি অর্থকরী ফসল। শুধু সবজি নয় সালাদ ও সস তৈরিতেও টমেটো ব্যবহৃত হয়ে থাকে। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার টমেটো চাষী মজিবর রহমান জানায়, টমেটো আমাদের প্রধান অর্থকরি ফসল, গতবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ব্যাপক লোকসান হয়েছে। এবছর সবকিছুই ঠিক ছিল, বাম্পার ফলন পেয়েছি, শুরুর দিকে ভালো দামও পেয়েছি কিন্তু এখন টমেটো নিয়ে রয়েছি বিপাকে। যেখানে প্রতি কেজি ১২/১৩ টাকা ছিল এখন ৭ টাকাও পাচ্ছিনা, টমেটো জমিতেই পেকে নষ্ট হচ্ছে।

হাফিজাবাদ ইউনিয়নের কামারপাড়া গ্রামের চাষি আবু বক্কর ছিদ্দিক জানায়, আমার নিজের জমি নেই, মানুষের জমি বর্গা নিয়ে এক বিঘা টমেটো করেছি, অনেক ভালো ফলন হয়েছে কিন্তু বিক্রি করতে পারছি না। জমিতে থাকলে পেকে নষ্ট হয়ে যাবে তাই ঘরে তুলে রাখতেছি।

টমেটো ব্যবসায়ী আব্দুর রউফ জানায়, আমরা শুরুর দিকে চড়া দামে টমেটো কিনে ঘর ভর্তি করে ফেলেছি। এখন মোকামে দাম কম হওয়ায় রপ্তানি করতে পারছি না, নতুন টমেটো ঘরে ঢুকাতে পারতেছি না। মোকামে দাম ভালো হলে কৃষকের কাছ থেকে আমরাও দাম দিয়ে টমেটো কিনতে পারতাম।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আবু হোসেন জানান, এ বছর জেলায় ১ হাজার ছয়শ’ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে।

Bootstrap Image Preview