Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের বিরুদ্ধে দেয়া মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্ট মুছতে বললো ইরাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৩:১৭ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


ইরাকে নিযুক্ত মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট মুছে দিতে দূতাবাসটির প্রতি আহ্বান জানিয়েছে বাগদাদ। ওই পোস্টে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিপক্ষ ইরানের সরকারকে দুর্নীতিগ্রস্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া ওই পোস্টে বলা হয়েছিল, ইরান সরকারের প্রতিটি অংশই দুর্নীতিগ্রস্ত। আর এই দুর্নীতি শুরু হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ীকে দিয়ে। তার সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। এই মোল্লাদের ৪০ বছরের শাসন ইরানে ভয়ানক অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করেছে। সাধারণ মানুষের ওপর দারিদ্র্য চাপিয়ে দিয়েছে।

এ পোস্টের প্রতিক্রিয়ায় ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি কূটনৈতিক রীতিনীতির লঙ্ঘন।

এমন এক সময়ে ইরাকে নিযুক্ত মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এমন পোস্ট দেওয়া হলো, যার কিছুদিন আগেই প্রথমবারের মতো বাগদাদে সৌদি আরবের সঙ্গে আলোচনায় বসেছে ইরান। ইরাকের মধ্যস্থতায় অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে একত্রিত হন দুই দেশের প্রতিনিধিরা। শত্রুভাবাপন্ন এই দেশ ছাড়াও এতে অংশ নিয়েছে তুরস্ক, কুয়েত, জর্ডান ও সিরিয়া। মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিরতা নিরসনে শনিবার বাগদাদে একদিনের এ সম্মেলনের উদ্যোগ নেয় ইরাক। এতে অংশগ্রহণকারী দেশগুলোর পার্লামেন্ট প্রধানরা এ আয়োজনে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

ওই সম্মেলনের নেপথ্যে মূল উদ্যোক্তা ইরাকের স্পিকার ৩৮ বছরের মোহাম্মদ আল-হালবুসি। তিনি চাইছেন, এ অঞ্চলের দেশগুলো পাশাপাশি বসে আলোচনার মাধ্যমে যেন উত্তেজনার মাত্রা কমিয়ে আনতে সক্ষম হয়। সূত্র: আনাদোলু এজেন্সি, মিডলইস্ট মনিটর।

Bootstrap Image Preview