Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ রকমের আগুন লেগেছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে দিল্লির নারাইনা শিল্প এলাকার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দুপুর সাড়ে ১২টা নাগাদ একে বড় ধরনের অগ্নিকাণ্ড বলে ঘোষণা করা হয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভবন থেকে ঘন-কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ভারী ধোঁয়ার কারণে স্থানীয়রা মুখ ঢেকে রাখতে বাধ্য হচ্ছেন। তবে এ আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজেপির আইনপ্রণেতা মীনাক্ষি লেখি অভিযোগ করেছেন, ভবনটিতে অগ্নিনির্বাপণের জন্য পানি সরবরাহের কোনও ব্যবস্থা রাখা হয়নি।

Bootstrap Image Preview