Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আঙুল দেখিয়ে কি বোঝাতে চেয়েছিলেন কোহলি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০২:২২ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


ভাগ্য সঙ্গ না দিলে হতাশ হওয়াই স্বাভাবিক যে কোনও অধিনায়কের৷ তবে হতাশা যখন মাত্রা ছাড়ায়, তখন ক্রমাগত ব্যর্থ হতে থাকা কোনও দলের কাণ্ডারির অভিব্যক্তি কেমন হয়, তার আদর্শ নমুনা রাখলেন বিরাট কোহলি৷

গেল রবিবার দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের টসের সময় ব্যতিক্রম এক ঘটনা ঘটিয়েছে বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। শ্রেয়স আইয়ারের টসে জেতার পর যখন প্রেজেন্টার অঞ্জুম চোপড়ার সঙ্গে কথা বলছেন, তখন ড্রেসিং রুমের দিকে ঘুরে দাঁড়িয়ে দু’হাতের আঙুল দিয়ে ৯ সংখ্যার ইঙ্গিত করেন৷ পরে ফিস্ট পাম্পও করতে দেখা যাক কোহলিকে৷শ্রেয়সের সঙ্গে কথা বলার সময়েও মাসল ফোলাতে দেখা যায় আরসিবি দলনায়ককে৷

আসলে চলতি আইপিএলে টস ভাগ্য একেবারেই বিমুখ কোহলির থেকে৷ ১২টি ম্যাচে টস করতে নেমে এই নিয়ে ৯টি ম্যাচে টস হারলেন তিনি৷ এই বিষয়টাকেই দু’হাতের আঙুলের সংকেতে তুলে ধরেন বিরাট এবং নিজেকে ট্রোল করে সেলিব্রেটও করেন টস হারের ধারবাহিকতা বজায় রাখার জন্য৷ 

সোশ্যাল মিডিয়ায় বিষয়টা নিয়ে জোর চর্চা চলছে৷ অনেকেরই মত, ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি যদি নেটে টসটাও প্র্যাকটিস করতেন বিরাট, তাহলে ভালো হতো৷

Bootstrap Image Preview