Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্লে অফ ম্যাচ শুরুর সময় এগিয়ে আসলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০১:৫১ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০১:৫১ PM

bdmorning Image Preview


নক আউট পর্ব থেকেই এগিয়ে আসতে চলেছে আইপিএলের ম্যাচ শুরুর সময়। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সূত্রে এমনটাই জানিয়েছে। নতুন সূচি অনুসারে প্লে অফের ম্যাচ গুলো ভারতীয় সময় ৮ টার পরিবর্তে শুরু হবে সন্ধ্যা সাডে ৭টায়। শনিবার দিল্লিতে বিসিসিআইয়ের প্রশাসক প্যানেল একটি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে বাংলাদেশে প্লে অফের ম্যাচ গুলো শুরু হবে রাত ৮ টা নাগাদ।  

প্লে অফের সূচি এগিয়ে আনা হয়েছে দুটি বিষয়কে মাথায় রেখে। একটি হচ্ছে বেশি রাতের দিকে শিশির পড়ায় বোলারদের বল করতে অসুবিধা হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে ফিল্ডারদেরও। তাই, সুপ্রিম কোর্ট নির্ধারিত প্রশাসক প্যানেল সিদ্ধান্ত নিয়েছে নক-আউট পর্ব থেকে আধ ঘণ্টা এগিয়ে এনে সন্ধে সাড়ে সাতটায় শুরু করা হবে খেলা।

দ্বিতীয়টি হচ্ছে স্টার স্পোর্টসের তরফে চিঠি লিখে বিসিসিআইকে অনুরোধ করা হয়েছে খেলার সময় এগিয়ে আনতে। কারণ, গভীর রাতে ম্যাচ শেষ হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় টিআরপি কমে যাচ্ছে। নক আউট পর্বে আবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দীর্ঘক্ষণ ধরে চলে। তাই ব্যবসায়িক দৃষ্টি থেকে দেখতে গেলে ক্ষতির মুখে পড়ছে সম্প্রচারকারী সংস্থা। তাই সবদিক বিবেচনা করে আইপিএল নক-আউটের খেলা আধ ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্লে-অফ ম্যাচ কখন কোথায়––

কোয়ালিফায়ার ১- ৭ মে চেন্নাইে৷
এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার যথাক্রমে – ৮ মে ও ১০ মে ভাইজ্যাকে
ফাইনাল ১২ মে হায়দরাবাদে

Bootstrap Image Preview