Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুধু জনগণই পারে প্রধানমন্ত্রী পাল্টাতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:৪৩ AM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:৪৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, অন্য কেউ নয়, শুধু ভোটাররাই একজন প্রধানমন্ত্রী পাল্টানোর ক্ষমতা রাখেন। দেশটির ক্রাউন প্রিন্স টুংকু ইসমাইলের দেওয়া বিবৃতির জেরে তিনি এমন মন্তব্য করেছেন।

রবিবার (২৮ এপ্রিল) চীন সফররত মাহাথির মোহাম্মদ বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, যদি চান তা হলে ভোটের মাধ্যমে আমাকে সরিয়ে দিন। ভোটার ছাড়া এই ক্ষমতা আর কারও নেই।

মালয়েশিয়ার স্থানীয় দৈনিক মালয় মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রাউন প্রিন্স এক ভিডিও বিবৃতিতে বলেছেন দেশটির প্রধানমন্ত্রীকে পাল্টানো উচিত। পরে মাহাথির সংবাদ সম্মেলনে বলেন, খুব সহজেই একজন প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া যায় না। শুধু মানুষ তাদের ভোট প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আনতে পারে।

তিনি আরও বলেন, আমাদের অতীতকে মনে রাখা উচিত। কেননা ক্রাউন প্রিন্সকে অপসারণ করে সেই পদে তার ছোট ভাইকে নিয়োগ দেওয়া হয়। তিনি সেই ক্রাউন প্রিন্স যাকে বদল করা দরকার।

প্রসঙ্গত, ২৪ এপ্রিল পাঁচ দিনের সরকারি সফরে চীনে যান মালয়েশিয়ার ৯৩ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বেইজিংয়ে সেকেন্ড বেল্ট অ্যান্ড ফোরাম ফর ইন্টারন্যাশনাল ইন্টার কো-অপারেশনে যোগ দেন।

Bootstrap Image Preview