Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভেজাল খাদ্য বিক্রির দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ১০:৪৯ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ১০:৪৯ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের বাহুবল উপজেলার মীরপুর এলাকায় ভেজাল খাদ্য বিক্রির দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে রেব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও হবিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি’র যৌথ আভিযানে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীন দই ও পঁচা-বাসী খাবার রাখার দায়ে মহাসড়কের পাশে আল বারাকা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, মিরপুরে আরামবাগ রেস্টুরেন্টকে পচা সবজি ও মাছ রাখার দায়ে ২০ হাজার টাকা, ময়লা তেল, পঁচা ডিম ও বেকারীর ভিতরে অসাস্থ্যকর পরিবেশ থাকায় গাউছিয়া বেকারীকে ৫০ হাজার, জিসান বাংলা বেকারীকে ২০ হাজার টাকা, মিরপুর আইসক্রিম ফ্যাক্টরীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমীন মিথি জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে গাউছিয়া বেকারীতে পঁচা এবং মেয়াদোত্তীর্ণ অস্বাস্থ্যকর ব্যাপক খাদ্যপন্য ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview